বুধবার, ২৫ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১১ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে ‘নিসর্গ চেতনায় পিতৃপ্রেম পারিবারিক শিক্ষা ও জীবনদর্শন’ নামে একটি নতুন বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচিত হয়েছে। এ বছর অমর একুশে বইমেলায় প্রকাশিতব্য এই বইটি সম্পাদনা করেছেন ঈশ্বরদী সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক রবিউল ইসলাম। শুক্রবার রাতে ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদ মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান কামাল। বইটি সম্পর্কে মুল আলোচনা করেন অধ্যাপক রবিউল ইসলাম। বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ই.ম. শহীদুল ইসলাম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, কলাম লেখক হাসান আহমেদ চিশ্তী, আতাউর রহমান বাবলু প্রমুখ।