শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে পুকুরের পানিতে ডুবে সিদরাতুল মুনতাহা নামের ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার ঔষধ ব্যবসায়ী আব্দুস সালামের মেয়ে।
পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, খেলার সময় মুনতাহা সবার অগোচরে চলে গেলে পরিবারের সদস্যরা তাকে হন্যে হয়ে খুঁজতে থাকে। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে দুপুরের দিকে বাড়ির সামনে রাস্তার ওপারের পুকুরে কচুরিপানার মধ্যে মুনতাহাকে ভাসতে দেখে চিৎকার দিয়ে ওঠেন শিশুটির মা। পরে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।