বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী প্রতিনিধি
ঈশ্বরদীতে তিন দিনব্যাপী পৌষ মেলা ও পিঠা উৎসব পৌষ মাসের শেষ দিনে গত শুক্রবার সন্ধ্যায় শুরু হয়েছে। শহরের স্টেশন রোডে নারীদের দ্বারা পরিচালিত ‘ঈশ্বরদী কারূপল্লী’ নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
কারূপল্লী চত্বরে পিঠা উৎসবের উদ্বোধন করেন ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি অ্যাড. মুস্তাফিজুর রহমান খান কামাল। কারূপল্লীর ব্যবস্থাপনা পরিচালক শিরিন আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, আবু দাউদ, মুক্তিযোদ্ধা প্রকৌশলী ইম. শহীদুল ইসলাম, ব্যাংকার নজরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আনিসুর রহমান, ইউনুছ আলী, এস আলমগীর, আমান উল্লাহ, ব্যবসায়ী আবুল বাসার, সাংবাদিক সেলিম সরদার প্রমুখ। পিঠা মেলায় সাহিত্য-সংস্কৃতি পরিষদের শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।