বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পদ্মা নদী সিকস্তি এলাকা পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা গ্রামের ঘরে ঘরে সাপ আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিনই বিভিন্ন গ্রামের বাড়ি থেকে সাপ উদ্ধার হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষীকুন্ডা ইউনিয়নের নুরুল্লাপুর, দাদাপুর, কৈকুন্ডা, লক্ষীকুন্ডা, পাকুড়িয়াসহ বিভিন্ন গ্রামে গ্রামে ঘরের মেঝে খুঁড়ে গত ৩/৪ দিনে প্রায় অর্ধশত সাপের বাচ্চা ও মা সাপ উদ্ধার করা হয়েছে। এসব সাপের মধ্যে রাসেলস্ ভাইপার, গোখরা, দাঁড়াসসহ বিভিন্ন সাপ রয়েছে বলে জানিয়েছেন গ্রামের বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা কামরুজ্জামান কামরুল জানান, নুরুল্লাপুর ও দাদাপুরে সবচেয়ে বেশি সাপ আতঙ্ক বিরাজ করছে। প্রায়ই এই দুই গ্রামের পথে-ঘাটে ও নদীর চর এলাকায় ও পাড়ে রাসেলস্ ভাইপার সাপ উদ্ধারের ঘটনায় কৃষক ও গ্রামবাসীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। ইতোমধ্যে দাদাপুর গ্রামের আব্দুল কুদ্দুস প্রামানিক ও সাবু মল্লিকের বাড়িতে মাটি খুঁড়ে ২৫টি সাপ পাওয়া গেছে।
এছাড়া আরো কয়েক বাড়ি থেকে দুটি রাসেলস্ ভাইপারসহ ৩২টি সাপ উদ্ধার করার পর সাপগুলি মেরে ফেলেছে এলাকার লোকজন। ঘর বাড়ি ছাড়াও পদ্মার চর ও ফসলি জমিতে প্রায়ই সাপ দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা।
স্থানীয়রা জানান, প্রতিদিনই বিভিন্ন বাড়ি-ঘর, আশেপাশের জঙ্গল ও ঝোপঝাড়ে সাপের দেখা পাওয়া যাচ্ছে। এতে এসব এলাকার লোকজন সাপ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হোসাইন জানান, আমরা ওই এলাকার লোকজনদের বুঝিয়ে বলেছি সাপ পাওয়া গেলে সেগুলো না মারার জন্য।