শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে মাসব্যাপী শুরু হওয়া বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা। এর আগে স্থানীয় ছয়টি দল নিয়ে ঈশ্বরদী লোকমাঠে এই টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুই দল ঈশ্বরদী ক্রিকেট একাডেমি ও ঈশ্বরদী পৌর কিংস একাদশ ফাইনালে ওঠে। শুক্রবার শিরোপা নির্ধারনী ম্যাচে ঈশ্বরদী ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে।
জবাবে পৌর কিংস দল ১৭.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। খেলায় অর্ধশত রান করে ম্যান অফ দ্যা ম্যাচ হন মাকসুদ আলম সোনা এবং ৩৪৫ রান ও ৯ উইকেট নিয়ে সিরিজ সেরা হন মারুফ হাসান, সেরা ক্যাচ নির্বাচিত হন মাসুম পারভেজ কল্লোল। ক্রীড়া সংগঠক শারাফাত হোসনে মুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইছাহক আলী মালিথা। অনুষ্ঠানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সিরাজুল ইসলাম মামুন, পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, পৌরসভার সাবেক প্যানেল মেয়র তোফাজ্জল হোসেন, পৌর কাউন্সিলর ওয়াকিল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন খান আল-আমীন, কামাল আশরাফি, রেলওয়ের সিনিয়র টিটিই আব্দুল আলীম মিঠু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিজানুর রহমান খোকন। ধারা বর্ননায় ছিলেন ভাষ্যকার আয়নুল ইসলাম এবং সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মো. মাসুদুল ইসলাম।