রবিবার, ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে শনিবার (১৩ জানুয়ারি) এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি প্রবাহিত হয়েছে। একদিনের ব্যবধানে ঈশ্বরদীর তাপমাত্রা কমেছে আরো।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ঈশ্বরদীতে তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি। পরদিন শুক্রবার (১২ জানুয়ারি) এক লাফে ৪ ডিগ্রি কমে প্রবাহিত হয় ৯ দশমিক ৮ ডিগ্রি। শনিবার তা আরো কমে প্রবাহিত হয় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবারের এই তাপমাত্রাই এ বছরে ঈশ্বরদীতে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, মৃদ্যু শৈত্যপ্রবাহের এই আবহ এই সপ্তাহজুড়েই চলমান থাকবে। এদিকে শীতের তীব্রতা বেড়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় এই এলাকার মানুষের জীবনযাত্রা কাহিল ও বিপর্যস্থ হয়ে পড়েছে।