রবিবার, ৩ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১৯ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে বজ্রপাতে তোজাম হোসেন শেখ (২৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে এ ঘটনা ঘটে। তোজাম হোসেন চরগড়গড়ি গ্রামের আলহাজ্বমোড় এলাকার মছো হোসেন শেখের ছেলে।
সাহাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য মিলন হোসেন জানান, তোজাম হোসেন শুক্রবার বিকেলে তার সব্জি ক্ষেতে সার দিতে যান। এসময় বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।