শনিবার, ১৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ^রদীতে ফুটবল খেলা শেষে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসলে নেমে দেলোয়ার হোসেন দ্বীপ (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ৯টায় ওই শিক্ষার্থীর লাশ নদী থেকে উদ্ধার করা হয়। দ্বীপ উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের মাসুদ মন্ডলের ছেলে ও নর্থ বেঙ্গল পেপার মিলস হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দুর্গা পূজার ছুটিতে স্কুল বন্ধ থাকায় দ্বীপ গত কয়েকদিন পূর্বে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুরে তার নানা সাবেদ আলী মোল্লার বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার দুপুরে নানার বাড়ির আশেপাশের কয়েকজন বন্ধুদের নিয়ে ফুটবল খেলতে যায় সে। খেলা শেষে তারা কামালপুরের শাপলা ইটভাটার পাশে পদ্মার শাখা নদীতে সব বন্ধু মিলে গোসলে নামে।
গোসলের একপর্যায়ে দ্বীপ পানিতে ডুবে যায়। নিহত দ্বীপের পিতা মাসুদ মন্ডল জানান, খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরিদল আসার আগেই স্থানীয় জেলেদের সাহায্যে নদীতে অনেক খোঁজাখুঁজি করে রাত ৯টায় তার লাশ পাওয়া যায়। লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাওন চক্রবর্তী পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।