বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১২ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে সরকারি এসএম মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণ করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েসের সভাপতিত্বে এবং কলেজের অধ্যক্ষ আয়নুল ইসলামের সমন্বয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস,
সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার প্রমুখ। প্রতিযোগিতায় ‘যেমন খুশি তেমন সাজে’ প্রতিযোগিতায় স্ট্যাচু অব লেডি জাস্টিস সেজে এক ছাত্রী প্রথম পুরস্কার লাভ করে।