বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশ আর কোন নির্বাচন হবে না বলে কঠোর হুসিয়ারী উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। শুক্রবার (৩১ মার্চ) বিকালে শহরের গ্রীণ জুয়েলস্ কিন্ডার গার্টেন স্কুল চত্বরে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাবিবুর রহমান হাবিব আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যারা অন্যায়ভাবে সাজা দিয়ে কারাবন্দি করে রেখেছে তাদের শাস্তি এবং যারা হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন তাদের বিচার না হওয়া পর্যন্ত যেন আল্লাহ্ তাকে মৃত্যু না দেয়। হাবিব বলেন, এই অবৈধ সরকার ক্ষমতাচ্যুত হলে তাদের প্রকাশ্যে রাস্তায় ফেলে পিটাবে দেশের জনগণ। দ্রব্য-মূল্যের উর্ধ্বগতির বিষয়ে নিন্দা জানিয়ে হাবিব বলেন, আওয়ামীলীগের নেতাদের ইফতার মাহ্ফিল বন্ধের ঘোষণা দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে সেই টাকা জনগণের বিপক্ষে ব্যবহারের কৌশল এটেছেন। আজ শনিবার পাবনার অবস্থান কর্মসূচী সফল করার জন্য উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে হাবিব বলেন, আগামী রমজানে দেশনায়ক তারেক রহমান আমাদের সাথে ইফতার করবেন।
বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জিয়াউল ইসলাম সন্টু সরদার, আজমল হোসেন সুজন, হাসিবুর রহমান হাক্কে মন্ডল, আক্কাস আলী, খন্দকার আমিরুল ইসলাম, আমিনুর রহমান স্বপন, আব্দুস সামাদ সুলভ মালিথা, রফিকুল ইসলাম নয়ন, হাসান আলী বিশ্বাস, যুবদল নেতা জাকির হোসেন জুয়েল, আক্তার হোসেন নিফা, খন্দকার তৌফিক আলম সোহেল, মাহাবুবুল আলম, খোরশেদ আলম দিপু, ছাত্রদল নেতা হাসানুজ্জামান আয়নালসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপি নেতা আবু সাঈদ লিটন।