মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীতে পুকুর খনন করার সময় এসকেভেটরে বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করার সময় বিদ্যুৎস্পর্শে শামীম হোসেন শানু (৪০) নামে স্বেচ্ছাসেবকলীগের এক নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) দুপুরে উপজেলার দাশুড়িয়া কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামীম কালিকাপুর দেওয়ানপাড়া এলাকার মৃত আবুল মুন্সীর ছেলে ও দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা।
স্থানীয়রা জানান তিনি কয়েক দিন ধরে এসকেভেটরের সাহায্যে পুকুর খনন ও সংস্কার করা শুরু করেছিলেন শানু। শুক্রবার ওই সেচযন্ত্রে ত্রুটি দেখে নিজেই বৈদ্যুতিক তারে হাত দিলে শর্ট সার্কিট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে তার স্বজনদের নিকট শুক্রবার সন্ধ্যায় লাশ হস্তান্তর করা হয়েছে।