ঈশ্বরদীতে বুথের মধ্যে সাবেক ছাত্রলীগ নেতার ইভিএমে ভোট!

আপডেট: মে ২৯, ২০২৪, ১০:০২ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে ভোট কেন্দ্রের বুথের মধ্যে মোবাইল ফোনে ফেসবুক লাইভে এসে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট প্রদান করে ফেসবুকে ভাইরাল করেছেন ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান রনি।

নিজের ফেসবুক আইডির ওই লাইভের পোস্টে তিনি লিখেছেন, ‘অপশক্তিকে রুখে দিন আনারস মার্কায় ভোট দিন’। লাইভে ভোট দেয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সব মহলে সমালোচনার ঝড় বইছে।

বুধবার (২৯ মে) সকালে ভোটগ্রহণ চলাকালে ঈশ্বরদী সরকারী কলেজের পুরুষ কেন্দ্র থেকে ফেসবুক লাইভে গিয়ে ইভিএম’এ ভোট দেন ও উস্কানিমুলক বাক্য লিখে পোস্ট করেন।
ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান রনির ফেসবুক লাইভে দেখা যায়, সকালে ঈশ্বরদী সরকারি কলেজের পুরুষ ভোটের বুথে মোবাইল নিয়ে প্রবেশ করেন রনি। নিজের পছন্দের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারের আনারস প্রতিকে ইভিএম ভোট প্রদান করেন।

উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য এমদাদুল হক রানা সরদার।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল-মামুন বলেন, বিষয়টি আমার নজরে আসেনি। তবে খোঁজ নিয়ে দেখবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version