ঈশ্বরদীতে বেশি দামে পণ্য বিক্রির দায়ে ৭ দোকানে জরিমানা

আপডেট: মার্চ ১৩, ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীতে পবিত্র রমজান মাসে বেশি দামে তরমুজ, খেজুর, মিষ্টি ও সব্জি বিক্রি করার দায়ে ৭ দোকান থেকে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ বুধবার (১৩ মার্চ) ঈশ্বরদীর বিভিন্ন বাজারে এই অভিযান চালায়। এসময় সাহাপুরের গ্রীণ সিটির সামনে বেশি দামে তরমুজ বিক্রি করার দায়ে সততা ফল ভান্ডারে ১০ হাজার টাকা, ঈশ্বরদী বাজারের আলমাস ফল ভান্ডারে ২০ হাজার টাকা, বেশি দামে সব্জি বিক্রি করার দায়ে উজ্জল সব্জি দোকানে ২ হাজার টাকা, বেশি দামে খেজুর বিক্রি করার দায়ে সুজন ষ্টোরে ৫ হাজার টাকা, শফিক ষ্টোরকে ৭ হাজার টাকা ও ভেজাল মিষ্টি বেশি দামে বিক্রি করার দায়ে ভাই ভাই সুইটস্ কে ৫ হাজার টাকাসহ মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, পবিত্র রমজান মাসের শুরুতেই ঈশ্বরদীতে খেজুর, তরমুজ, সব্জি, মিষ্টিসহ বিভিন্ন পণ্য বেশি দামে বিক্রি করার অভিযোগ পেয়ে এই অভিযান চালানো হয়। অভিযোগ পেলে বাজার মনিটরিং ও এই অভিযান আবারো চালানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ