বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৭ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে এক ব্যবসায়ীর বাসার সিঁড়িঘরে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক প্রতিবন্ধী ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ জুন) সকালে শহরের পূর্বটেংরি এলাকার ব্যবসায়ী মইনুল ইসলামের বাসার সিঁড়িঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তার কোনো পরিচয় পাওয়া যায়নি। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে মানসিকভাবে অসুস্থ্য ওই ব্যক্তি বুধবার খুব সকালে এই বাড়ির সিঁড়িঘরে ঘুমানো অবস্থায় মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।