রবিবার, ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়েসহ তিনজন নিহতের ঘটনায় চালক মামুন হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পাকশী হাইওয়ে পুলিশ। শনিবার রাতে ঈশ্বরদী পৌর এলাকার আলহাজ্ব মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মামুন দুর্ঘটনার বিষয়টি ধামাচাপা দিয়ে আপোষ-মীমাংসা করার জন্য ঈশ্বরদীর কয়েকজন শ্রমিক নেতার কাছে ঘোরাঘুরি করছিল। মামুন যশোর জেলার বাঘারপাড়া থানার রায়পুরের রামকান্তপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করে পাকশী হাইওয়ে পুলিশের ওসি মুশফিকুর রহমান বলেন, কাভার্ডভ্যানের চাপায় তিনজনের নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গতঃ গত ১১ জুন সকালে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের মিরকামারী মুন্নার মোড় এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ওই দুর্ঘটনা নিহতরা হলেন, উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রামের মৃত আবেদ মন্ডলের ছেলে আনিসুর রহমান (৫৫), নাটোর সদর উপজেলার আমহাঁটি গ্রামের মফিজুল ইসলাম স্ত্রী সুবর্ণা খাতুন (৩২) ও তার মেয়ে পূর্ণতা খাতুন (৮)। ওই দুর্ঘটনায় আহত হন মোটরসাইকেল চালক নাটোর সদর জেলার আমহাঁটি গ্রামের বাসিন্দা মফিজুল ইসলাম (৩৮)।
স্থানীয়রা জানান, ওই দিন সকালে মুন্নার মোড়ে সড়কের পাশে লিচু বিক্রি করছিলেন আনিসুর। মোটর সাইকেলে করে স্ত্রী-সন্তান নিয়ে কুষ্টিয়া থেকে পাবনা যাচ্ছিলেন মফিজুল। তিনি মুন্নার মোড় এলাকায় পৌঁছালে মোটর সাইকেল থামিয়ে লিচুর দরদাম করছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান চারজনকে চাপা দিয়ে চলে যায়।
এ ঘটনায় মোটরসাইকেল চালক মফিজুলের বড় ভাই সিদ্দিক পাটোয়ারী বাদী হয়ে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় ঈশ্বরদী থানায় একটি মামলা করেন।