ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০১৭, ১২:০৬ পূর্বাহ্ণ

ঈশ্বরদী প্রতিনিধি


ঈশ্বরদী অঞ্চলের মুক্তিযোদ্ধার সংখ্যা ও তালিকা নিয়ে আবারো উপজেলা জুড়ে আলোচনা ও উত্তেজনা এমনকি এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে দুটি পক্ষ তৈরি হয়েছে, পৃথক দুটি সংগঠনের সৃষ্টি এবং তারা পাল্টাপাল্টি অবস্থানে থাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। ‘ভারতে ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধা’ ও ‘মুক্তিযোদ্ধা মঞ্চে’র ব্যানারে পৃথক দুটি পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও ঈশ্বরদীতে অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ‘ভারতে প্রশিক্ষনপ্রাপ্ত মুক্তিযোদ্ধা’ নামে মুক্তিযোদ্ধাদের একটি সংগঠনের উদ্যোগে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা আবুল বাসার ও গোলাম মোস্তফা বাচ্চু বলেন, স্বাধীনতার ৪৬ বছর পর মুক্তিযোদ্ধাদের বিতর্কিত করার লক্ষ্যে অমুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিরোধীরা মুক্তিযোদ্ধাদের তালিকায় সুকৌশলে নাম সন্নিবেশিত করে চলেছে। উল্লে¬খ্য এই পক্ষ ৫০১ জন ভারতে ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম দিয়ে একটি রঙিন পোস্টার উপজেলার বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে টােিয় দিয়েছেন এবং তা সংবাদ সম্মেলনে প্রদর্শন করা হয়।
এই সংবাদ সম্মেলন চলাকালীন মুক্তিযোদ্ধা সংসদের নেতা গোলাম মোস্তফা চান্না মন্ডল, হাবিবুল ইসলাম হব্বুল, তহুরুল আলম মোল্ল¬া, জাহাঙ্গীর আলমসহ একদল মুক্তিযোদ্ধা এসে কেন এই সংবাদ সম্মেলন হচ্ছে তা আয়োজকদের কাছে জানতে চান। তারা বলেন, আমরা কি মুক্তিযোদ্ধা না? আমাদেরকে কেন ডাকা হয়নি?। এই নিয়ে পরিবেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এ সময় তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন সমাপ্তি ঘোষনা করা হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতী নিয়ন্ত্রনে আনে।
এদিকে গত ১৪ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধাদ্ধের আরেকটি সংগঠন ‘মুক্তিযোদ্ধা মঞ্চে’র উদ্যোগে ও ১৩২ জন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রতিবাদে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা মঞ্চের আহ্বায়ক আজমল হক বিশ্বাস। এখানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কামাল আহমেদ, আতম শহিদুজ্জামান নাসিম, রফিকুল ইসলাম রফিক প্রমুখ। তারা বলেন, কথিত মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন ১৩২ জন মুক্তিযোদ্ধাকে ভুয়া প্রতিপন্ন করে জেলা প্রশাসক বরাবর যে অভিযোগ করেছেন তা মিথ্যা ও ভিত্তিহীন। এরা ১৯৭১ সালের ১১ এপ্রিল পর্যন্ত পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে ঈশ্বরদী এলাকা মুক্ত রাখেন।
ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধাদের তালিকা ও ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্তিযোদ্ধাদের দুটি নতুন সংগঠনের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মারমুখি অবস্থানের কারনে ঈশ্বরদী থানা থেকে একদল পুলিশ এসে প্রেসক্লাবের সামনে অবস্থান নিলে উত্তেজনা থামে বলে স্বীকার করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই।

এ বিভাগের অন্যান্য সংবাদ