ঈশ্বরদীতে যৌতুকের জন্য নির্যাতন, প্রাণ গেলো গৃহবধূর

আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১০:২৩ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি


পাবনার ঈশ্বরদীতে যৌতুকের টাকা দিতে না পারায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে রিয়া খাতুন (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রিয়া খাতুন উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের হঠাৎ পাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে। অভিযুক্ত স্বামী হৃদয় হোসেন বিপু একই গ্রামের মিনারুল ইসলামের ছেলে।

জানা যায়, গত রোববার উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের হঠাৎ পাড়া গ্রামের ভাড়া বাসায় যৌতুককে কেন্দ্র করে গৃহবধূ রিয়া স্বামীর নির্যাতনে গুরুতর আহত হন। ঘটনার পর থেকেই বিপু ও তার পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে বিপুর সঙ্গে রিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর কয়েক দফায় যৌতুকের নামে স্ত্রীর বাবার নিকট থেকে টাকা আদায় করেছেন বিপু।

অভিযোগ রয়েছে পেশায় একজন ট্রাকচালক হলেও শ্বশুরবাড়ি থেকে নেওয়া যৌতুকের টাকা দিয়ে জুয়া ও মাদক সেবন করতেন তিনি। টাকা চেয়ে না পেলে তিনি মাঝে মধ্যেই অস্বাভাবিক নির্যাতন চালাতেন স্ত্রী রিয়ার উপর।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ জানান, খবর পেয়ে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর দাফন করার অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version