রবিবার, ২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে বিদেশি রিভলবার ও গাঁজাসহ সাহাবুল হোসেন (৪৪) নামে এক যুবককে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কলপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাহাবুল ওই এলাকার আমির হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানান, ঈশ্বরদী থানা পুলিশ ও পাবনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেল গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে এই অভিযান পরিচালনাকালে সাহাবুলের শয়ন কক্ষের বালিশের নিচ হতে ২০ গ্রাম গাঁজা ও তোশকের নিচ হতে একটি বিদেশী আট চেম্বার বিশিষ্ট সচল রিভলভার উদ্ধার করে।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল্-মামুনের নেতৃত্বে গঠিত বিভাগীয় টিম এই অভিযান পরিচালনা করেন।
অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ওই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অস্ত্র আইনে ঈশ্বরদী থানায় পৃথক দুটি মামলা রেকর্ড করে তার বিরুদ্ধে আইনগ ব্যবস্থা নেওয়া হয়েছে।