ঈশ্বরদীতে রাতের আঁধারে এক বিঘা জমির শিম গাছ কেটে বিনষ্ট

আপডেট: অক্টোবর ২১, ২০২৪, ৮:২৬ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি


পাবনার ঈশ্বরদীতে রাতের আঁধারে প্রায় ১ বিঘা জমির ফলন্ত শিম গাছ কেটে বিনষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এতে এক লাখ টাকারও বেশি ক্ষতির আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্থ কৃষক রবিউল ইসলাম। উপজেলার মুলাডুলি ইউনিয়নের বাঘহাছলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে রবিউল ইসলাম ৫০ শতক জমিতে আগাম শিমের আবাদ করেছেন। এবারের দফায় দফায় প্রবল বর্ষণের ফলে তার শিমের জমির ব্যাপক ক্ষতি হয়েছে। গত দুই সপ্তাহ ধরে জমি পরিচর্যা করার পর এখন শিমের ফলন শুরু হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) তিনি তার জমি পরিচর্যা করতে গিয়ে দেখতে পান ৫০ শতকের মধ্যে প্রায় ১ বিঘা পরিমান জমির শিমগাছ নেতিয়ে আছে। রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা শিম গাছের গোড়া থেকে গাছ কেটে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

স্থানীয় কৃষক এনামুল হক এলিন বলেন, আগাম জাতের শিম চাষে কৃষকদের ব্যাপক খরচ হয়। এবার অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। জমির যে পরিমান শিম গাছ কেটে বিনষ্ট করা হয়েছে তার আবাদ করতে প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। কয়েকদিন হলো জমি থেকে শিম উঠানো শুরু হয়েছে। ওই জমি থেকে কমপক্ষে ১ লাখ টাকার শিম বিক্রি করা যেতো। ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল ইসলামের বড় ভাই মনিরুল ইসলাম স্বপন বলেন, ৫০ শতক জমিতে শিমের আবাদ করেছে আমার ছোট ভাই।

সোমবার (২১ অক্টোবর) সকালেও জমি থেকে প্রায় দেড় মণ শিম তোলা হয়েছে। এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ বলেন, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version