বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে লিচু বাগানে হামলা, চাঁদা দাবি, লিচু ব্যবসায়ীর নিকট থেকে লিচু বিক্রির ৫ লাখ টাকা ছিনতাই ও দলীয় প্রভাব খাটিয়ে পুলিশি হয়রানি করার অভিযোগে কৃষক নেতা সিদ্দিকুর রহমান ময়েজের শাস্তি দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় কৃষক ও লিচু ব্যবসায়ীরা। সিদ্দিকুর রহমান ময়েজ বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঈশ্বরদীর জগনানআথপুর গ্রামের মৃত গণি সরদারের ছেলে।
সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর বটতলায় এসব কর্মসূচী পালনের সময় সিদ্দিকুর রহমান ময়েজের শাস্তি দাবি করে তার কুশপুত্তলিকা দাহ করে কৃষকরা। বিক্ষোভ সমাবেশ শেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক তফেজ্জল সরদার ও লিচু ব্যবসায়ী আসাদুল প্রামানিক। এসময় এসব অভিযোগে ঈশ্বরদী থানায় দায়ের করা লিখিত এজাহার এবং সংবাদ সম্মেলনের বক্তব্যে ব্যবসায়ী আসাদুল প্রামানিক অভিযোগ করে বলেন, কৃষক নেতা সিদ্দিকুর রহমান ময়েজ দলীয় প্রভাব খাটিয়ে কয়েকদিন আগে আমার ক্রয়কৃত লিচু বাগানে এসে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় গত শনিবার দুপুরে মোটর সাইকেল বহর নিয়ে ফের বাগানে লোকজন সঙ্গে করে এসে হামলা চালিয়ে লিচু বিক্রির ৫ লাখ টাকা ছিনতাই করে। এসময় তারা আমাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। এ ঘটনায় ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
মানববন্ধন, সমাবেশ ও সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কৃষক তফেজ্জল সরদার, মুরাদ আলী প্রামানিক, মকলেছ প্রামানিক, আব্দুল ওয়াহাব, আসাদুল প্রামানিক, তামিমুল ইসলাম রিংকু, মোঃ জহুরুল প্রামানিক, আজিজল প্রামানিক, আকমল আলী প্রামানিক, ইজারুল ফকির, শহীদুল শেখ, সিরাজুল ইসলাম প্রমুখ।
অভিযুক্ত কৃষক নেতা বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজ এ বিষয়ে মুঠোফোনে তার বিরুদ্ধে থানায় দায়ের করা অভিযোগ ও সংবাদ সম্মেলনে দেওয়া অভিযোগ মিথ্যা বলে দাবি করে বলেন, এসব ঘটনার সঙ্গে আমি জড়িত নই, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য হলে যে কোন শাস্তি আমি মেনে নিতে প্রস্তুত।