ঈশ্বরদীতে শত্রুতার বলি ১৭ শতক জমির শিমগাছ

আপডেট: নভেম্বর ৩, ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদীতে পূর্ব শত্রুতার জেরে ১৭ শতক জমির ফলন্ত শিমগাছ কেটে বিনষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর দেওয়ানপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মনসুর আলীর জমিতে এই শিম গাছ কাটার ঘটনা ঘটে। এতে ওই কৃষকের দুই লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

এ ঘটনায় মনসুর আলী সন্দেহভাজন তিনজনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেছেন। যাদের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে তারা হলেন উপজেলার কালিকাপুর দেওয়ানপাড়া এলাকার মৃত সাইফুল্লাহর ছেলে মো. বাকি এবং তার দুই ছেলে মো. খালেক ও মো. মালেক।

ক্ষতিগ্রস্ত কৃষক মনসুর আলী জানান, কালিকাপুর দেওয়ানপাড়া এলাকার মো. বাকির বসতবাড়ি সংলগ্ন তার ১৭ শতক জমিতে শিমের আবাদ রয়েছে। সম্প্রতি শিমক্ষেতের মাচানের বেশকিছু খুঁটি চুরি হয়। এ নিয়ে খালেক ও মালেকের সঙ্গে বাগবিতণ্ডা হয় মনসুর আলীর।

এতে তারা ‘দেখে নেওয়া’ এবং শিমক্ষেতের ক্ষতি করবেন বলে হুমকি দেন। মনসুর আলীর ভাই জহুরুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবারও ক্ষেত থেকে প্রায় চার মণ শিম সংগ্রহ করে বিক্রি করা হয়েছে, গাছ কেটে দেওয়ায় গতকাল শনিবার ক্ষেত থেকে কোন শিম তুলতে পারেননি তারা।

এ বিষয়ে অভিযুক্ত মো. মালেক বলেন, মনসুর আলীর সঙ্গে শিম ক্ষেতের খুঁটি নিয়ে ঝগড়া হয়েছিল কিন্তু শিমগাছ কাটার বিষয়ে আমি কিছু জানিনা, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম এ ঘটনা সম্পর্কে বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version