ঈশ্বরদীতে শত্রুতা করে প্রকাশ্যে প্রবাসীর গাছ কাটলেন প্রতিবেশী

আপডেট: নভেম্বর ২২, ২০২৪, ৯:০৫ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি


পাবনার ঈশ্বরদীতে জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জের ধরে প্রকাশ্যে মো: নূর বক্স নামের একজন সৌদি আরব প্রবাসীর জমির কলাগাছ, লাউ, বেগুনসহ অন্যান্য সব্জির গাছ প্রতিবেশী আতা ফকির ও তার ছেলে আরাফাত কেটে দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামে প্রকাশ্যে এই গাছ কাটার ঘটনা ঘটে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসী নূর বক্স। শুক্রবার (২২ নভেম্বর) ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা গাছ দেখার পর অভিযুক্ত আরাফাতকে প্রশ্ন করলে তিনি গাছ কাটার কথা স্বীকারও করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

অভিযোগ করে সৌদি আরব প্রবাসী নূর বক্স বলেন, ১৯৯০ সালে এই জমি ক্রয় করে সেখানে আবাদ করে আসছি। গত ৫ আগষ্ট দেশের পট পরিবর্তন হওয়ার পর থেকে প্রতিবেশী আতা ফকির ও তার ছেলে আরাফাত ফকির এই জমি তাদের বলে দাবি করে প্রায়ই হুমকি ধামকি দিয়ে আসছিলেন। এরই মধ্যে গত বুধবার প্রথম দফায় কয়েকটি কলাগাছ কেটে বিনষ্ট করে তারা।

বৃহস্পতিবার ফের ওই জমিতে থাকা লাউ, বেগুনসহ বিভিন্ন সব্জির গাছ কেটে লাউয়ের মাচাও ভেঙ্গে দেন তারা। তিনি এ বিষয়ে ছবি ও ভিডিও ফুটেজসহ গাছ কাটার বিচার চেয়ে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত আরাফাত বলেন, বিগত সরকারের সময়ে এই জমি নিয়ে বিচার হয়েছিল, তখন সে বিচার আমরা মেনে নিতে বাধ্য হই, এখন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সেই বিচার মানিনা, ওই জমির মধ্যে আমার জমির অংশ আছে, সে কারনে গাছ কেটে দিয়েছি। ঘটনাটির তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার উপপরিদর্শক আহসান হাবিব বলেন, থানায় দায়ের করা লিখিত অভিযোগ সরেজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ