সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে ঈশ্বরদীতে শিশু শিক্ষার্থীদের ফলজ গাছের চারা উপহার দিয়ে তাদের বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) রূপপুর মোড়ের শিশু শিক্ষা প্রতিষ্ঠান স্বর্ণকলি বিদ্যাসদনের শিক্ষার্থীদের মাঝে এই চারা বিতরণ করা হয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে ও পরিবেশ বাঁচাতে ঈশ্বরদীতে মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’ ও সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের সদস্যরা।
স্বর্ণকলি বিদ্যাসদন স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবু। গাছ লাগানোর উপকারিতা ও বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বক্তব্য দেন আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসুল, স্বর্ণকলি’র প্রধান শিক্ষক সামসুন্নাহার লিপি, ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন, সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক দূর্জয় ইসলাম লিমন মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান চৌধুরী, সবুজ পৃথিবীর যুগ্মসাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম রূপম, ইলমাতুল ইসলাম রূপা, ক্রীড়া সংগঠক মারুফ হোসেন প্রমুখ।