ঈশ্বরদীতে শীতের তীব্রতা আরো বেড়েছে, তাপমাত্রা ১১. ৮ ডিগ্রি

আপডেট: ডিসেম্বর ১২, ২০২৪, ২:২৬ অপরাহ্ণ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদীতে শীতের তীব্রতা আরো বেড়েছে। গতকাল বৃহস্পতিবার ঈশ্বরদীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরে ঈশ্বরদীর সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল ঈশ্বরদীতে সারা দিনেও সূর্যের আলো দেখা যায়নি।

কুয়াশার কারনে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন। রাস্তায় য৩ানবাহন চলাচলও কম দেখা গেছে। আবহাওয়া অফিসের সহকারী তাপমাত্রা পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, কুয়াশা ও বৃষ্টির প্রভাবে আগামী দুয়েক দিনের মধ্যে শীতের তীব্রতা আরো বাড়তে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ