শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে শীত নিবারন করতে আগুন পোহানোর সময় আগুনে পুড়ে অজ্ঞাত এক ছিন্নমূল নারীর মৃত্যু হয়েছে। উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী বটতলায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভৌরে এ ঘটনা ঘটে।
রূপপুর মর্ডান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা স্থানীয়দের মাধ্যমে মোবাইলে খবর পেয়ে আগুনে ঝলসে যাওয়া ওই নারীকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা ১২টার সময় সেখানে তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা জাহিদুর রহমান বলেন, শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে ছিন্নমূল ওই নারী রাস্তার ধারে খড়কুটো জড়ো করে আগুন পোহাচ্ছিল বলে স্থানীয়রা দেখেছেন কিন্তু কখন কিভাবে তিনি আগুনে পুড়ে যান তা তারা বলতে পারেননি।
রূপপুর মর্ডান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন মাষ্টার মাজেদুল ইসলাম জানান, বুধবার দিবাগত ভৌর ৪.১৫ মিনিটে একটি মোবাইল নাম্বার থেকে ফায়ার স্টেশনে জানানো হয় যে, ভাড়ইমারী বটতলায় একটি অজ্ঞাত নারী আগুনে পুড়ে ঝলসানো অবস্থায় সড়কে পড়ে রয়েছে। আমরা দ্রুত সেখানে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে জানতে পেরেছি বৃহস্পতিবার দুপুর ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
তিনি আরও বলেন, ভৌরে আমরা ঘটনাস্থলে গিয়ে তেমন কাউকে পাইনি। পাশে কিছু লোকজন গাজর পরিস্কারের কাজ করছিল। তাদের জিজ্ঞেস করলে তারা জানান ওই নারীকে তারা কেউ চেনেন না, ইতোপূর্বে কখনো তাকে কেউ দেখেননি।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাহেদুল ইসলাম শিশির বলেন, রক্তনালীসহ ওই নারীর শরীরের বেশির ভাগ অংশই আগুনে পুড়ে ঝলসে গিয়েছিল, পানি শুন্যতা তৈরী হয়ে এখানে চিকিৎসা দেওয়ার মত ব্যবস্থাও ছিলনা, আমরা তাকে রাজশাহীতে পাঠানোর ব্যবস্থা করতে করতেই তিনি মারা যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ জানান, আগুনে পুড়ে অজ্ঞাত নারী নিহতের বিষয়টি জানতে পেরে ঘটনাটির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পাবনাকে খবর দেওয়া হয়েছে। তারা এসে উক্ত নারীর মৃত্যু এবং আগুনে পোড়ার বিষয়ে বিস্তারিত তদন্ত করবেন।