ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে গুলি মামলার মুক্তিপ্রাপ্ত আসামীর মৃত্যু

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ৯:০০ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি


পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষন মামলার খালাসপ্রাপ্ত সদ্য কারামুক্ত আসামী আজাদ রহমান খোকন (৫২) মারা গেছেন।

মঙ্গলবার দিবাগত রাত দশটায় তিনি শহরের কাচারিপাড়া এলাকায় নিজ বাড়িতে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। নিহত খোকন কাচারীপাড়া এলাকার পিয়ার আলী মন্ডলের বড় ছেলে।

তিনি শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হিসেবে প্রায় ৫ বছর কারাভোগের পর গত বছর ১২ সেপ্টেম্বর জামিনে মুক্ত হয়ে ঈশ্বরদীতে তার বাড়িতে বসবাস করছিলেন।

তাঁর পারিবারিক সূত্র জানায়, খোকন কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফেরার পর থেকে শারিরিক নানা জটিলতায় ভূগছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ বলেন, জামিনে মুক্তিলাভের পর সম্প্রতি এই মামলা থেকে তিনিসহ সকল আসামীদের উচ্চ আদালত খেকে খালাসের রায় ঘোষনা করা হয়। কারাগারে অন্তরীণ মৃত্যুদন্ডপ্রাপ্ত ৯ আসামীসহ সকলেই ইতোমধ্যে মুক্তিলাভ করেছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) নিহত খোকনের মরদেহ দাফন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ