ঈশ্বরদীতে শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

আপডেট: জানুয়ারি ৬, ২০২৪, ২:৫৭ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদীতে এক সপ্তাহ ধরে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা বাতাসে ঘরের বাইরে চলাফেরাও মুশকিল হয়ে পড়েছে। ঈশ্বরদী আবহাওয়া অফিসের দেয়া তথ্য অনুযায়ী জানুয়ারির প্রথম দিন থেকে ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১০ দশমিক ৫ ডিগ্রিতে ওঠানামা করছে। খোঁজ নিয়ে জানা গেছে, ঈশ্বরদীতে জানুয়ারি মাসের শুরু থেকে শুক্রবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রিতে নেমে এসেছে।

ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে প্রচণ্ড শীত আর ঘন কুয়াশার সাথে সাথে ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা প্রবাহিত হচ্ছে ১০ থেকে ১২ ডিগ্রি পর্যন্ত। বছরের প্রথম দিনে গত ১ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ০৮ ডিগ্রি প্রবাহিত হলেও এরপর থেকে তাপমাত্রা ক্রমশঃ কমতে থাকে।

২ জানুয়ারি ১০ দশমিক ৮ ডিগ্রি, ৩ জানুয়ারি ১১ ডিগ্রি, ৪ ও ৫ জানুয়ারি ১০ দশমিক ৫ ডিগ্রি এবং শনিবার ঈশ^রদীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঈশ্বরদী আবহাওয়া অফিসের তাপমাত্রা পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, আরো

এ বিভাগের অন্যান্য সংবাদ