ঈশ্বরদীতে সংখ্যালঘুদের উপর হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ

আপডেট: মার্চ ১৩, ২০২৫, ১:৩৮ অপরাহ্ণ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


সংখ্যালঘুদের উপর হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিন্দু ধর্মাবলম্বীরা। বুধবার দুপুরে উপজেলার দাশুড়িয়া বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ করে তারা। পরে দাশুড়িয়া মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হিন্দুপাড়ায় এসে শেষ হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় জয় নামের একজন সন্ত্রাসীসহ কিছু দুষ্কৃতিকারীরা তাদের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবি করে। পরে চাঁদার টাকা না দিলে কয়েকজনকে মারপিট করে তারা। এ বিষয়ে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। অভিযোগ দায়ের করার পরও পুলিশ প্রশাসন দুস্কৃতিকারীদের গ্রেপ্তার না করায় তারা বিক্ষোভ করেছেন বলে জানান।

বিক্ষোভকালে তারা জয় নাম উল্লেখ করে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে শ্লোগান দেন। এ সময় বক্তব্য দেন গউর চন্দ্র সেন, রতন সাহা, প্রদীপ কুমার, কমল পাল, আশুতোষ পাল, মাধক কুন্ডু, আশু কুন্ডু, জাদব কুন্ডু, প্রদীপ কর্মকার প্রমুখ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ