ঈশ্বরদীতে সাবেক চেয়ারম্যান ইসরাইল হোসেন মারা গেছেন

আপডেট: জানুয়ারি ১৬, ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি


পাবনার ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসরাইল হোসেন মন্ডল (৬৫) ব্রেন স্ট্রোক করে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা গেছেন।

তিনি উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের মৃত আহাজ উদ্দিন মন্ডলের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।

বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় ভেলুপাড়াস্থ রেজাননগর (মুনশির কলম বাগান) বায়তুশ শরফ দাখিল মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পার্শ্ববর্তী রেজাননগর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version