ঈশ্বরদীতে ৫ দোকানে অগ্নিকা-

আপডেট: ডিসেম্বর ৩১, ২০১৬, ১২:২০ পূর্বাহ্ণ

ঈশ্বরদী প্রতিনিধি


ঈশ্বরদীতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকা-ে পাঁচটি দোকান পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের আলহাজ্ব মিল মোড়ে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে এ অগ্নিকা-ে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পরে তারা এ অগ্নিকা-ের খবর শুনে এসে দেখতে পান তাদের দোকানগুলো জ্বলছে। ব্যবসায়ী শহিদুল ইসলাম, খায়রুল ইসলাম, আল-আমিন, আমিরুল ইসলাম, উৎপলের দোকানগুলি পুড়ে ভস্মিভুত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দেখে তারা দমকল বাহিনীকে খবর দিলে তারা এসে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঈশ্বরদীর দমকল বাহিনীর ইন্সপেক্টর তোজাম্মেল হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ