রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সেলিম সরদার, ঈশ্বরদী
দেশে বোম্বাই লিচু আবাদের অন্যতম প্রসিদ্ধ এলাকা ঈশ্বরদীর লিচু বাগানের গাছে গাছে এখন মুকুলের সমারোহ।
লিচু উৎপাদিত ঈশ্বরদীর বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে, হাজার হাজার লিচুর গাছে মুকুলে ভরে গেছে। লিচু আবাদীরা জানান, গত বছরের চেয়ে এ বছর লিচুর উৎপাদন তুলনামূলক ভালো হবে বলে তারা আশা করছেন। গত বছর বৈরী আবহাওয়ার কারণে অর্ধেক গাছে লিচু ধরে নি।
কৃষি অফিস ও লিচু আবাদীরা জানান, এ বছর এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে আছে, আর এবার গাছে গাছে লিচুর মুকুলও এসেছে গতবারের চেয়ে তুলনামুলক বেশি।
কৃষি অফিস সূত্র জানায়, এবার লিচুর মুকুলে রোগ ব্যাধী কম, সামনের মাসটির আবহাওয়া অনুকূলে থাকলে এবার লিচুর বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা রওশন জামাল বলেন, এ বছর ঈশ্বরদী উপজেলায় ২৫শ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। গত বছরের চেয়ে এ বছর অতিরিক্ত প্রায় ১শ হেক্টর জমি লিচু আবাদের আওতায় এসেছে।