শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা এমদাদুল হক রানা সরদারকে তলব করেছে নির্বাচন কমিশন। রোববার (২৬ মে) সকাল সাড়ে ১১টায় ঢাকায় নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে কেন প্রার্থিতা বাতিল করা হবে না তার ব্যাখ্যা দিতে হবে আনারস প্রতীকের এই চেয়ারম্যান প্রার্থীকে। ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এই তলবের কথা জানানো হয়েছে। শুক্রবার (২৪ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঈশ^রদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।
এর আগে রানা সরদারের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী ঈশ^রদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টু উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে রানা সরদারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করেন। এ বিষয়ে প্রার্থী এমদাদুল হক রানা সরদার বলেন, ‘নির্বাচন কমিশন যেহেতু ডেকেছে, আমি যাব।’
প্রসঙ্গত : তৃতীয় ধাপে ২৯ মে ঈশ্বরদীতে উপজেলা নির্বাচনে ভোট গ্রহনের কথা রয়েছে।