ঈশ্বরদীর টিটিই ও গার্ড সাসপেন্ড

আপডেট: অক্টোবর ৩১, ২০২৪, ৮:৩৬ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি


চলন্ত ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের নিকট থেকে টাকা নিয়ে টিকিট না দেওয়ার ঘটনায় বাংলাদেশ রেলওয়ে ঈশ্বরদী হেডকোয়ার্টারে কর্মরত একজন ভ্রাম্যমান টিকিট পরিদর্শক (টিটিই) এবং একজন ট্রেন পরিচালক (গার্ড) কে সাসপেন্ড করেছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয় থেকে দেওয়া আদেশে তাদের সাসপেন্ড করা হয় বলে জানা গেছে। সাসপেন্ডকৃত দুজন হলেন ট্রেনের টিটিই নয়ন ইসলাম ও গার্ড জাকারিয়া সরকার সোহাগ। ওই ট্রেনে ভ্রমনকারী একাধিক যাত্রী, যাত্রীদের ধারণ করা ভিডিও ফুটেজ এবং রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যায় চাঁপাইনবানগঞ্জ থেকে রাজশাহী ও ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে পাবনার ঢালারচর গামী আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস ট্রেন আড়ানী স্টেশন অতিক্রম করছিল।

এ সময় ওই ট্রেন দায়িত্বরত টিটিই নয়ন ও গার্ড জাকারিয়া কয়েকজন বিনা টিকিটের যাত্রীদের নিকট থেকে টাকা নিয়ে টিকিট না দেওয়ার ঘটনা একজন যাত্রী তার মোবাইলে ভিডিও করেন। সমন্বয়ক পরিচয়দানকারী ওই ট্রেনের যাত্রী ফজলে রাব্বিসহ কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে টিটিই-গার্ডদের বাগবিতন্ডা বাধে।

এক পর্যায়ে পশ্চিমাঞ্চল রেলের রাজশাহী বিভাগীয় চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) সুজিত কুমার বিশ্বাসকে বিষয়টি অবহিত করেন সমন্বয়ক পরিচয়দানকারী ট্রেনের যাত্রী ফজলে রাব্বি। সমন্বয়ক ফজলে রাব্বি মুঠোফোনে এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। অভিযুক্ত গার্ড জাকারিয়া সরকার সোহাগ ও টিটিই নয়নও তাদের সাসপেন্ড হওয়ার কথা স্বীকার করেছেন।

পশ্চিমাঞ্চল রেলের রাজশাহী বিভাগীয় চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) সুজিত কুমার বিশ্বাস বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

এ বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে বানিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির হোসেন বলেন, ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের নিকট থেকে টাকা নিয়ে টিকিট না দেওয়ার বিষয়টি ভিডিও ফুটেজ ও ট্রেনযাত্রীদের অভিযোগ তদন্ত করে ঘটনার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে টিটিই নয়ন ও গার্ড জাকারিয়াকে বৃহস্পতিবার সাসপেন্ড করা হয়েছে বলে স্বীকার করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ