ঈশ্বরদীর পদ্মায় বালুবাহী নৌকার চাঁদা তোলা নিয়ে দুই গ্রুপের গোলাগুলি ককটেল বিস্ফোরণ, একজন নিখোঁজ

আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ৮:২১ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি


পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে বালু বহন করা বড় নৌকার চাঁদা তোলাকে কেন্দ্র করে পদ্মা নদীর ভেড়ামারা প্রান্তের বিএনপি নেতা সাজাহান গ্রুপের সঙ্গে ঈশ^রদীর পাকশী প্রান্তের বিএনপি’র সিরাজ গ্রুপের লোকজনের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় টুটুল নামে সিরাজ গ্রুপের এক কর্মী পদ্মা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে পদ্মা নদীর পাকশী অংশে এসব ঘটনা ঘটে। ঘটনাস্থলে নৌ-পুলিশ সদস্যরা পরিদর্শন করেছে তবে এতে কেউ গুলিবিদ্ধ কিংবা হতাহত হয়নি বলে নৌ-পুলিশ নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র জানায়, পদ্মা নদী থেকে উত্তোলন করা এবং অন্য এলাকা থেকে বালু বগন করে আনা নৌকা থেকে ভেড়ামারা প্রান্তের শাজাহান গ্রুপের লোকজন চাঁদা আদায় করে আসছিল। গতকাল মঙ্গলবার পাকশী প্রান্তের সিরাজ গ্রুপের লোকজন নৌকা নিয়ে তা প্রতিহত করে নিজেরা চাঁদা আদায় করে। এতে ভেড়ামারা প্রান্তের লোকজন ও পাকশী প্রান্তের লোকজনের মধ্যে প্রথমে মোবাইলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি হয়। এসময় নদীর মধ্যেই নৌকা থেকে কয়েকজন পানিতে পড়েগ যায়।

এর মধ্যে টুটুল নামে একজন নিখোঁজ হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। ঈশ^রদীর লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মনিরুজ্জামান এসব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভাষান নৌকার টাকা তোলা নিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। তিনি বলেন, গোলাগুলি হয়েছে কিনা জানিনা তবে ককটেল বিস্ফোরনের খবর শুনে আমি নিজেই পুলিশ সদস্যদের নিয়ে নদীতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। কোন পক্ষ এখনো অভিযোগ দেয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ