ঈশ্বরদীর বাঘইল স্কুল অ্যান্ড কলেজের প্লাটিনাম জুবিলি

আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ২:৪৪ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদীতে দুই দিনব্যাপী বাঘইল স্কুল অ্যান্ড কলেজের ৭৫ বছর পূর্তি ও প্লাটিনাম জুবিলি উৎসব শেষ হয়েছে। প্রায় ৩ হাজার প্রাক্তন শিক্ষার্থী ও তাদের বন্ধু স্বজনদের অংশগ্রহণে এ আয়োজন উৎসবে পরিণত হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয় স্কুলের হাজারো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, সুসজ্জিত ব্যান্ডপার্টির বাজনার তালে তালে নেচে গেয়ে উৎসব মুখরিত করে তোলেন তারা।

বীর মুক্তিযোদ্ধা ও বাঘইল স্কুলের প্রাক্তন ছাত্র লে. কর্ণেল (অব.) ডা. আব্দুল গণির সভাপতিত্বে শুক্রবার বিকেলে স্কুলের মাঠ প্রাঙ্গনে স্থাপিত সৌহার্দ মঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান ও সরকারের সচিব মো. আমিন উল আহসান কামাল।দ্বিতীয় দিনে শনিবার প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্লাটিনাম জুবিলি উৎসব আয়োজক কমিটির সদস্য সচিব সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ, সরকারী তিতুমীর কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. জোহরা সুলতানা রুনী, আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক শিল্পপতি আশরাফ আলী খান মঞ্জু, স্মরণীকা সৌহার্দ’র প্রধান সম্পাদক কবি জাফর সাদেক।

অনুষ্ঠান সঞ্চালন করেন পাকশী বিপিএড কলেজের অধ্যক্ষ আখতার আনজাম হোসেন ডন, স্মরণীকা ইসলাম শীতল, ও সিনথিয়া ইসলাম সিলভী। প্লাটিনাম জুবিলী উপলক্ষ্যে প্রকাশিত স্মরণীকা ‘সৌহার্দ’র আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এসময় স্মরনীকা উপকমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাপনী দিনে শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা, দিনভর প্রাক্তনীদের মিলনমেলা, স্মৃতিচারণ, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, সম্মাননা প্রদান, আতশবাজী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করে মঞ্চ মাতান তারকা কন্ঠশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর, সোহেল মেহেদীসহ অন্যান্য শিল্পীবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ