ঈশ্বরদীর মানিক হত্যার আসামি দীপু গ্রেপ্তার

আপডেট: নভেম্বর ২২, ২০২৪, ৫:২৩ অপরাহ্ণ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মী ও পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টুর জামাতা ওয়ালিফ হোসেন মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামী তৌফিক আহমেদ সুপ্ত ওরফে দিপু (২৪) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার রাতে উপজেলার পাকশী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১২ পাবনা এর আভিযানিক দল। গ্রেপ্তার দিপু উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের শাহিন হোসেনের ছেলে।

বুধবার মধ্যরাতে র‌্যাব পাবনার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার করার পর দীপুকে রাতেই ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার ঈশ্বরদী থানা থেকে তাকে পাবনা জেল হাজতে পাঠানো হয় বলে নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ।

প্রসঙ্গত : বালুর ব্যবসা ও রাজনৈতিক পূর্বশত্রুতা, চাঞ্চল্যকর যুবলীগ কর্মী টুনটুনি’র হাতকাটা ও টুনটুনির ছোট ভাই আরেক যুবলীগ কর্মী তাফসির আহমেদ মনা হত্যাকান্ডের জের ধরে পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্যে ওয়ালিফ হোসেন মানিক (৩৫) নামের ওই যুবলীগ কর্মীকে গত সোমবার সকালে প্রথমে গুলি করে ও পরে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রূপপুর মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মানিক উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল রূপপুর মোড় দিয়াড় বাঘইল গ্রামের ইউনুস আলীর ছেলে এবং পাকশী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টুর ছোট জামাতা। তিনি পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বর্তমানে যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছে তার পরিবার ও স্থানীয় সূত্র।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ