শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
ঈশ্বরদীর চাঞ্চল্যকর যুবলীগ নেতা খাইরুল হত্যা মামলার প্রধান আসামী মখলেছুর রহমান মজনু (৪২) কে গ্রেপ্তার করেছে র্যাব। পাবনা র্যাব ১২ ও ঢাকার উত্তরা র্যাবের যৌথ অভিযানে রোববার (৯ জুন) রাতে ঢাকার মীরপুর মধ্য পাইকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মজনু ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ি গ্রামের মৃত ইয়ার আলী মৌলভীর ছেলে। র্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন, বিপিএম, পিপিএম জানান, গত ১৯ এপ্রিল ঈশ্বরদীর চরগড়গড়ি এলাকায় জমি দখল এবং জমি বন্ধককে কেন্দ্র করে যুবলীগ নেতা খাইরুল ইসলাম প্রামাণিককে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করা হয়।
চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের পর থেকে মামলার প্রধান আসামী মজনু পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা র্যাবের সহায়তায় ঢাকার মীরপুর মধ্য পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে রোববার তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (১০ জুন) ঈশ্বরদী থানার মাধ্যমে তাকে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।