সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সেলিম সরদার, ঈশ্বরদী
ঈশ্বরদীর লোকালয়ে মুখপোড়া বিলুপ্তপ্রায় বিশাল আকৃতির একটি দলছুট হনুমান দেখে মানুষের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে। গতকাল রোববার ঈশ্বরদীর সাঁড়াগোপালপুর এলাকার বিভিন্ন বাড়ির ছাদে ও গাছে গাছে কিছুক্ষণ পর পর হনুমানটিকে লাফিয়ে লাফিয়ে চলাফেরা করতে দেখে এলাকাবাসী তার পিছু নেয়।
স্থানীয়রা ধারণা করেছেন, খুলনা অঞ্চল অথবা ভারত থেকে আসা মালবাহী ট্রেনে হয়তো হনুমানটি দলছুট হয়ে ঈশ্বরদী চলে এসেছে। স্থানীয় কৌতুহলী অনেককে হনুমানটিকে কলা, পানিসহ বিভিন্ন খাবার দিতে দেখা গেছে, হনুমানটিও সেসব খাবার গ্রহণ করে গোগ্রাসে খেয়েছে। দিনভর এখানে সেখানে ঘুরে সবার অলক্ষ্যে হনুমানটি চলে গেছে অন্য এলাকায়।