ঈশ্বরদীর ১০২৫ কৃষক পেলেন বিনামূল্যে সার বীজ ও গাছের চারা

আপডেট: জুন ২২, ২০২৫, ২:২৪ অপরাহ্ণ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদীর ১০২৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপনের জন্য ১০ হাজার ২৩৫ টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার (২২ জুন) ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অদিদপ্তরের উদ্যোগে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বিনামূল্যে প্রনোদনা হিসেবে এসব সার, বীজ ও গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসারের কার্যালয় সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরে খরিপ মৌসুমে ঈশ্বরদী পৌরসভা, পাকশী, সাঁড়া, দাশুড়িয়া, লক্ষীকুন্ডা, মুলাডুলি, সাহাপুর ও সলিমপুর ইউনিয়নের ১০ হাজার ২৫ জন কৃষকদের মাঝে ৩ দশমিক ৭৫ মেট্রিক টন রোপা আমন ধানের বীজ, ২৬ মেট্রিক টন সার, গাছের চারা এবং ২৭৫ জন কৃষকের মাঝে ২৭৫ কেজি পেঁয়াজের বীজ, সার এবং তাল, আম, কাঁঠাল, বেল, নিম, নারিকেল, লেবুর চারা ও শাক সব্জির বীজ ও সার বিতরণ করা হয়।

এসময় ঈশ্বরদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপনের জন্য ১০ হাজার ২৩৫ টি গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিতা সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ধীমান তানভির সাক্ষর, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহিদ হাসান হিরক।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ