মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে ঈশ্বরদী ইপিজেডে মেহেদী হাসান নাইম (২০) নামে এক শ্রমিককে পদোন্নতির বিষয়ে কথা কাটাকাটির জেরে মারপিট করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত ২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নাইম ঈশ্বরদীর গোকুলনগর চক্ষু হাসপাতাল সংলগ্ন মুক্তা শেখ এর ছেলে এবং ঈশ্বরদী ইপিজেডের আইএইচএম গার্মেন্টস এন্ড টেক্সটাইল কোম্পানি লিমিটেডে কম্পিউটার অপারেটিং পদে কর্মরত ছিলেন।
নাইমের পিতা মুক্তা শেখ বলেন, নাইম মৃত্যুর পূর্বে চিকিৎসাধীন অবস্থায় তাকে মারপিটের কথা বলে গেছেন। নাইমের উদৃতি দিয়ে তিনি বলেন, আইএইচএম গার্মেন্টস এন্ড টেক্সটাইল কোম্পানি লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা (এডমিন) মিজানুর রহমানের সঙ্গে নাইমের পদোন্নতি বিষয়ে বুধবার সকালে কথা কাটাকাটি হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে এডমিন মিজানুর রহমান নাইমের বুকে ও পিঠে আঘাত করেন।
এতে নাইম অজ্ঞান হয়ে পড়লে তাকে ইপিজেডের অভ্যন্তরে বেপজা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। রাতে রাজশাহী মেডিকেল হাসপাতালের চিকিৎসকরা নাইমের থেতলানো
পিঠ থেকে ইঞ্জেকশনের মাধ্যমে কালচে জমাটবাধা রক্ত বের করেন এবং চিকিৎসকরা তাকে জানান, নাইমের বুকে ও পিঠে প্রচন্ড আঘাতের জন্য এই অবস্থার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত এডমিন মিজানুর রহমানের সঙ্গে গতকাল বৃহস্পতিবার যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন, আমি একটি অডিটের কাজে ব্যস্ত আছি, কম্পিউটার অপারেটর মেহেদী হাসান কি কারণে মারা গেছে তিনি তা জানেন না বলে মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিহত নাইমের পিতা মুক্তা শেখ জানান। পুলিশ নিহত নাইম এর বাড়িতে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহত নাইমের বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান।