শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা এমদাদুল হক রানা সরদারের প্রার্থীতা বাতিল করেছেন নির্বাচন কমিশন। আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে রোববার (২৬ মে) তার প্রার্থীতা বাতিল বলে ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।
ইসি সূত্রে জানা গেছে, আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ঈশ্বরদী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রানা সরদারের নেতৃত্বে গত ১৩ মে ঈশ্বরদীতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে বিশাল শোডাউন করা হয়
। এ ছাড়া প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুর সমর্থকদের ওপর হামলা, মারধর, হুমকিসহ আচরণ বিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ দায়ের করা হয় রানা সরদারের বিরুদ্ধে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন প্রার্থীতা বাতিল করা হবে না মর্মে রানা সরদারকে তলব করে নির্বাচন কমিশন। গতকাল রোববার ইসিতে উপস্থিত হয়ে রানা সরদার জবাব প্রদান করার পর নির্বাচন কমিশন সচিব তার প্রার্থীতা বাতিল ঘোষণা করেন। এ বিষয়ে রানা সরদার বলেন, ইসির এই আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আমি গতকাল রোববারই রিট আবেদন করেছি।