ঈশ্বরদী রেল স্টেশনে বিভিন্ন দাবিতে রানিং স্টাফদের বিক্ষোভ

আপডেট: জানুয়ারি ২০, ২০২৫, ২:২৬ অপরাহ্ণ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


অবসরে পেনশন ও আনুতোষিক প্রদান, নতুন রানিং স্টাফদের মাইলেজ প্রদানসহ বিভিন্ন দাবিতে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঈশ্বরদী রেলওয়ে ষ্টেশনে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে রেলের রানিং স্টাফ শ্রমিক ও কর্মচারি ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

দাবি পুরণ না হলে আগামী ২৮ জানুয়ারী থেকে সারা দেশে কর্মবিরতি ও সকল রুটের ট্রেন চলাচল বন্ধের হুশিয়ারি দেওয়া হয় এই বিক্ষোভ সমাবেশে। এসময় তারা ‘ট্রেনের চাকা ঘুরবে না, রেলগাড়ি চলবে না’ বলে শ্লোগান দেন।

সোমবার (২০ জানুয়ারি) ঈশ্বরদী রেলওয়ে স্টেশন প্লাটফর্মে বিক্ষোভ মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। সমাবেশে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়ে বিক্ষুব্ধ রেলওয়ের ট্রেন চালক, গার্ড, ও টিটিইরা বলেন তাদের দাবি মেনে না নেয়া হলে আগামী ২৮ জানুয়ারী থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতায় থাকা সকল ট্রেনসহ সারা দেশের সকল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে।

বিক্ষোভ সমাবেশে রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ঈশ্বরদী শাখার দপ্তর সম্পাদক শাহিদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন রেলওয়ে গার্ডস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সম্পাদক আফজাল হোসেন, রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্পাদক রবিউল ইসলাম,

যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান খান, শ্রমিক ঐক্য পরিষদের পাকশী বিভাগের আহ্বায়ক রবিউল ইসলাম, রেল শ্রমিক কর্মচারি দল ঈশ্বরদী শাখার সভাপতি মাসুদ রানা নয়ন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছবি মন্ডল, গার্ডস কাউন্সিল ঈশ্বরদী শাখার সভাপতি মো: জিয়াউদ্দিন, টিটিই এ্যাসোসিয়েশনের সম্পাদক আকরামুল হক, ভ্রাম্যমান টিকিট পরীক্ষক আব্দুল আলীম বিশ্বাস মিঠু প্রমুখ।

বক্তারা রেলওয়ে রানিং স্টাফদের পার্ট অব পে-মাইলেজযোগে পেনশন ও আনুতোষিক প্রদানে ২০২১ সালের ৩ নভেম্বর থেকে অর্থ মন্ত্রণালয়ের সকল অসম্মতি প্রত্যাহার এবং নতুন নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রের বৈষম্যমূলক ১২ এবং ১৩ নং শর্ত বাতিল করে রেলওয়ে কোড ও বিধি বিধানের আলোকে আদেশ জারীর দাবি জানান।

উলে¬খ্য, পশ্চিমাঞ্চল রেলওয়ের ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় ১০৮টি ট্রেন চলাচল করে। তার মধ্যে আন্ত:নগর ৫৪টি, মেইল ৩৫টি, লোকাল ১৯টি এবং মালবাহী ট্রেন চলাচল করে। আল্টিমেটাম অনুযায়ী আগামী ২৮ জানুয়ারী হতে কর্মবিরতি শুরু হলে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে।#

 

এ বিভাগের অন্যান্য সংবাদ