ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

আপডেট: ডিসেম্বর ১৯, ২০১৬, ১২:০৯ পূর্বাহ্ণ

ঈশ্বরদী প্রতিনিধি


ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন গত শনিবার সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে ওই দিনই রাত ১১টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. হায়দার আলী।
নির্বাচনে সাধারণ গ্রুপে ৮ জন ও সহযোগি গ্রুপে ৫ জনসহ মোট ১৩ জন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া আগেই শফিকুল ইসলাম বাচ্চু সভাপতি ও ইউনুছ আলী মিন্টু সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ঘোষিত ফলাফল অনুযায়ী সাধারণ গ্রুপের নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন, কেএম আবুল বাসার, আনোয়ার হোসেন জনি, আবদুল আউয়াল পলাশ, সিরাজুল ইসলাম কোহিনুর, আবদুল আজিজ প্রাং, সাইফ হাসান সেলিম ও নূর হোসেন নূরু। সহযোগী গ্রুপের নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন, যথাক্রমে সেলিম আহমেদ, মেহেদি হাসান লিখন, আবুল কালাম আজাদ, জামাল হোসেন মাহিনুর ও শরিফ উদ্দিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ