শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে সম্প্রতি ছাত্রদের শান্তিপূর্ণ কর্মসূচীতে সন্ত্রাসী কায়দায় গুলি বর্ষন ও হামলার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, অবরোধ ও সমাবেশ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এ কর্মসূচীতে রোববার (১ সেপ্টেম্বর) ঈশ্বরদী শহরে উত্তাল অবস্থার সৃষ্টি হয়।
বেলা ১১ টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দলে দলে শিক্ষার্থীরা ক্লাশ ছেড়ে শহরের রেলওয়ে গেট জিরো পয়েন্টে জমায়েত হয়। বেলা ১২টার দিকে শত শত শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। এ সময় তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করার শ্লোগান দেয়। এসময় পথসভায় বক্তব্য দেন শিক্ষার্থী আহসান হাবীব আকাশ, মাহমুদুল ইসলাম শাওন, তামিম ইকবাল, কে.এম. মহিবুর রহমান প্রমুখ।
আহসান হাবীব বলেন ঈশ্বরদী উপজেলা পর্যায়ে কোন ছাত্র সমন্বয়ক কমিটি গঠন করা হয়নি। কেউ যদি নিজেদের সমন্বয়ক দাবি করেন তাহলে এরা কোন দলের আশ্রয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মাহমুদুল ইসলাম শাওন বলেন আমরা ৪ আগষ্টে ছাত্র আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হই অথচ সম্রাটসহ সন্ত্রাসী বাহিনী ঈশ্বরদী সরকারি কলেজে অতর্কিত গুলি চালায়। আমরা এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করব।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঈশ্বরদী সরকারি কলেজে গুলিবর্ষনের ঘটনা ঘটে।