রবিবার, ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিক উপলক্ষ্যে আয়োজিত ‘নজরুল জয়ন্তী’ তে চার গুণীকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার রাতে ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদ আয়োজিত ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত নজরুল জয়ন্তী অনুষ্ঠানের সমাপনীতে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্ত চার গুণী হলেন, দেশের বিশিষ্ট নজরুল গবেষক কবি মজিদ মাহমুদ। তিনি এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। নজরুল গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া নজরুল সংগীতের ওস্তাদ ও বেতারশিল্পী সালামত হোসেন চৌধুরী রিনা, কুষ্টিয়ার সংগীতজ্ঞ আমিনুজ্জামান ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের শিল্প-সাহিত্যের সংগঠক রফিক সুলায়মানকে সম্মাননা প্রদান করে সাহিত্য পরিষদ।
শনিবার রাত ৮টায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই চার গুণী ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এর আগে শনিবার দিনব্যাপী ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে ‘আমাদের ভাবনায় কাজী নজরুল ইসলাম’ শীর্ষক রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নজরুল সঙ্গীতের প্রবীণ ওস্তাদ সালামত হোসেন চৌধুরী রিনা, সঙ্গীত শিল্পী ওস্তাদ আমিনুজ্জামান, শিল্পী সমালোচক রফিক সোলাইমান, অধ্যাপক আখতার হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন।
অনুষ্ঠানে নজরুল জন্মজয়ন্তী উৎযাপন কমিটির আহবায়ক মোস্তাক আহমেদ কিরণ, সদস্য সচিব আশিকুর রহমান লুলু, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এস. আলমগীর, যুগ্মসাধারণ সম্পাদক সেলিম সরদার, ওহেদুজ্জামান টিপু, আতাউর রহমান বাবলু প্রমুখ বক্তব্য দেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিষদের নিজস্ব শিল্পী ও আমন্ত্রিত শিল্পীরা নজরুল সঙ্গীত ও কবিতা আবৃত্তি করেন।