রবিবার, ২৬ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১২ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী প্রতিনিধি
ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনে অবস্থানকারী শতাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ রেলওয়ের গার্ড কাউন্সিল। গতকাল মঙ্গলবার ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশন প্লাটফরমে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে গার্ড কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ড কাউন্সিল ঈশ্বরদী শাখার সভাপতি শাহ্ আলম, সম্পাদক সাইদ ইকবাল মামুন, সাবেক সম্পাদক হাবিবুর রহমান, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, ট্রেন পরিচালক তফিকুল ইসলাম, মুনতাছির হানিফ প্রমুখ।