শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
এ.এস.এম. শাহরিয়ার জাহান, তথ্য-প্রযুক্তিবিদ:
আপনারা অনেকেই হয়তো এটা ভাবেন যে কম্পিউটারে যদি এমন কোনো সিস্টেম থাকতো যার মাধ্যমে কোনো নির্দিষ্ট ওয়েব সাইট ব্লক করে রাখা যেত, এবং সেটা যেন আপনি ছাড়া অন্য কেউ Access করতে না পারে। হ্যা অবশ্যই আপনি এটা করতে পারবেন।
কোনো ওয়েবসাইট ব্লক করার জন্য সহজ একটি ট্রিক হলো প্রথমে কম্পিউটারের জঁহ অপশনে যান এবং সেখানে C:\Windows\System32\drivers\etc লোকেশনটি টাইপ করে রান করুন। আর আপনি যদি লোকেশনটা বুঝে থাকেন তবে প্রথমে C Dive এ গিয়ে System32/Drivers/etc ডিরেক্টরিতে যাবেন।
উক্ত ডিরেক্টরিতে গিয়ে hosts নামে একটি ফাইল দেখতে পাবেন। ফাইলটি Notepad অথবা অন্য যেকোনো টেক্সট এডিটর দিয়ে ওপেন করবেন। ফাইলটি ওপেন করার পর দেখবেন বেশ কিছু ওয়েবসাইট তালিকা করা আছে এবং সাইটগুলির আগে ১২৭.০.০.১ লেখা আছে। এখানে আপনি যে সাইটি ব্লক করতে চান, মনে করুন আপনি ফেসবুক ব্লক করতে চান, সেই সাইটটি একদম শেষে নতুন লাইন যোগ করবেন। যোগ করার সময় প্রথমে ১২৭.০.০.১ না লিখে ১২৭.০.০.২ লিখবেন তারপর Facebook.com লিখবেন এবং পরের লাইনে একইভাবে ১২৭.০.০.৩ লিখে www.facebook. com লিখবেন এবং Crtl +S চেপে সেভ করে নিবেন।
এবার আপনি যদি ফেসবুক ব্যবহার করতে চান তবে proxysite.com এ গিয়ে ব্যবহার করতে পারেন। প্রক্সি সাইট সার্ভিস ছাড়া কেউ সরাসরি আর আপনার কম্পিউটার থেকে ফেসবুক ব্যবহার করতে পারবে না। পুনরায় যদি ফেসবুক আনব্লক করতে চান তাহলে আবার আগের লোকেশনে গিয়ে hosts ফাইল থেকে আপনার লেখা লাইনগুলো মুছে দিয়ে সেভ করে নিলেই চলবে।