উচ্চতম বালু–ভাষ্কর্য বানিয়ে রেকর্ড সুদর্শনের

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০১৭, ১২:০২ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



এমনিতেই তাঁর নাম বিশ্বজোড়া। পুরীর সমূদ্র সৈকতে নানা বিশেষ ঘটনা, বা বিশেষ দিনে তাঁর বানানো বালি ভাষ্কর্য খবরের বিষয় হয়। এআর, সেই সুদর্শন পট্টনায়কই গড়লেন এক নতুন রেকর্ড। বালির ভাষ্কর্য তৈরির কাজে এখন সুদর্শনের সঙ্গে যুক্ত হয়েছে প্রায় ৪৫ ছাত্র। তাঁদের সকলেরই বয়স কম। এই ছাত্রদের নিয়েই বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দিতে বালির দুর্গ বানালেন তিনি। দুর্গের গায়ে আঁকলেন মহাত্মা গান্ধীর মুখ, সাদা পায়রার প্রতিকী শান্তির বার্তা। বালির দুর্গের নাম দিলেন, ‘ওয়ার্ল্ড পিস’।
পুরীর সমূদ্র সৈকতে প্রায় ৪ রাতের চেষ্টায় ৪৫ ছাত্রকে নিয়ে এই ৪৮ ফুট উঁচু দুর্গ তৈরি করেছেন তিনি। আর তাতেই তাঁর নাম ঢুকে পড়ল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। টুইটারে গিনেস বুক কর্তৃপক্ষের থেকে পাওয়া শংসাপত্র হাতে নিয়ে ছবিও শেয়ার করলেন তিনি। সঙ্গে একটি ভিডিও।- আজকাল

এ বিভাগের অন্যান্য সংবাদ