উচ্চ শব্দে গান বাজানোর অভিযোগে ঈশ্বরদীতে সরস্বতী পূজা মণ্ডপে দুর্বৃত্তদের হামলা

আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ৯:৫৬ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি


পাবনার ঈশ্বরদীতে সরস্বতী পূজা পালনের সময় উচ্চ শব্দে গান বাজানোর অভিযোগে কয়েকজন দুর্বৃত্ত সরস্বতী পূজা মণ্ডপে হামলা ও ভাংচুর করেছে বলে অভিযোগ করা হয়েছে। এসময় সীমা দাস ও কাজলী রানী নামের দুই নারী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাগরিবের নামাজের পরপরই শহরের বিমানবন্দর রোডের হাজীপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রানা কৃষ্ণ দাস ও রঞ্জন কুমার জানান, সোমবার সন্ধ্যায় মাগরিবের নামাজের কিছুক্ষণ পর স্থানীয়ভাবে আয়োজিত অস্থায়ী সরস্বতী পূজা মণ্ডপে সাউন্ডবক্সে গান বাজছিল। এ সময় ৩/৪ জন লোক এসে ‘নামাজের সময় গান বাজানো হচ্ছে কেন’ এ প্রশ্ন তুলে ওই পূজা মণ্ডপের চেয়ার, টেবিল আছড়ে ভেঙে দেয়। সাউন্ডবক্স ও ডেকোরেশনের জিনিসপত্র তছনছ ও পূজোর প্রসাদের হাড়ি-পাতিল, গামলায় থাকা প্রসাদও ফেলে নষ্ট করে বলে অভিযোগ করেন তারা। আহত সীমা দাস বলেন, আমরা তাদের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েও হামলা থেকে নিস্তার পাইনি। এলোপাতাড়ি ভাবে চেয়ার টেবিল ছুঁড়ে ফেলার সময় দু-তিন জন মাথায় আঘাতপ্রাপ্ত হন বলে জানান তিনি।

রানা কৃষ্ণ দাস বলেন, এ বিষয়ে থানায় লিখিত ভাবে জানানো হয়েছে। খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সন্ধ্যায় মাগরিবের নামাজের পরপরই সরস্বতী পূজার ওই অস্থায়ী মণ্ডপে স্থানীয় মুসল্লিদের মধ্যে কয়েকজন ঝামেলা করেছিল। তবে আমি নিজে উপস্থিত হয়ে বিষয়টি সমাধান করে দিয়েছি, কিছুক্ষণের জন্য পূজার কার্যক্রমে বিঘ্ন ঘটলেও পরে ঠিক হয়ে গেছে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবীর কুমার দাশ বলেন, এটি কোন স্থায়ী মন্দির নয়, পাড়ার মধ্যে কয়েক বাড়ির লোকজন মিলে অস্থায়ীভাবে সরস্বতী পূজার আয়োজন করেছিলেন স্থানীয়রা। গান বাজানোকে কেন্দ্র করে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল। স্থানীয় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের নেতৃত্বস্থানীয়দের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version