বুধবার, ৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
ওয়ালী উল ইসলাম
পরিপূর্ণ যুবতি ; আমার এক নিকট প্রতিবেশি।
সম্ভবত যাচ্ছে চাকুরিস্থলে
নিজেকে সাজিয়ে গুছিয়ে; সেটাই স্বাভাবিক।
অনেকে লিখেছেন: আমি
ভয়ে থাকি; কখন আমি আর যদি লিখতে না পারি।
আমার চিন্তায় সে কথা আসে না।
প্রকৃতি যতদিন আছে; মানুষ যতদিন আছে
কবিতার গতি অব্যাহত থাকবে।
কবিতার হয়েছে অনেক বয়স; মানুষের মতো।
যারা আদম হাওয়ার উত্তরাধিকার।
আমাদের সকলের শোণিতের রং লাল।
দেহের রঙের থাকতে পারে পার্থক্য। সেটা বড় কথা নয়।